বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২০ লিটার (৩ মণ) দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
রোববার মধ্যরাতে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে শেরপুর পৌরসভার রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী) এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চোলাইমদ উদ্ধার করেন শেরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন।
এসআই ছাম্মাক বলেন, গোপন সংবাদে খবর পেয়ে মাদক ব্যবসায়ী লালজি বাঁশফোড়ের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কৌশলে মাদক ব্যবসায়ি লালজিসহ অন্যরা পালিয়ে যান। পরে তার বসতবাড়ি থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এমএস