বাংলা৭১নিউজ,ঢাকা: সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ না করে পবিত্র ঈদুল আজহার পূর্ব মুহূর্তে যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকম বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গত ১৩ আগস্ট পত্রিকাটি বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ।
ডিআরইউ মনে করে, ঈদের আগে সাংবাদিকদের পাওনাদি পরিশোধ না করার হীনমানসিকতা থেকেই প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির একজন কর্মকর্তাসহ একাধিক সদস্যকে মানবেতর জীবন যাপনের দিকে ঠেলে দেয়া হয়েছে। বিনা নোটিশে যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকম বন্ধ করে দেয়ার কর্তৃপক্ষয়ে এমন সিদ্ধান্ত শুধু গণমাধ্যম বিরোধী পদক্ষেপই নয়, এটি শ্রমিক আইন পরিপন্থীও বটে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী মঙ্গলবার এক বিবৃতিতে যমুনানিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষকে এ ধরনের হঠকারি পদক্ষেপ থেকে সরে আসার আহবান জানান। সেই সাথে বন্ধ প্রতিষ্ঠানটি খুলে দিয়ে অর্ধ শতাধিক সাংবাদিক কর্মচারিকে কাজ করার পরিবেশ তৈরি করে দেয়া এবং পবিত্র ঈদুল আযহার পূর্বেই তাদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, অন্যথায় উদ্ভুত পরিস্থিতির সকল দায়ভার যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
বাংলা৭১নিউজ/জেএস