বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে দীর্ঘ ১০ বছরের বকেয়া উৎসব ও চিকিৎসা ভাতার দাবীতে মানববন্ধন করেছে গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃহষ্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী শহরের সবুজবাগস্থ গ্রামীন ব্যাংক যোনাল অফিসের সামনে মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির সভাপতি সিনিয়র অফিসার (অবঃ) মুহাম্মদ আবদুর রহিম, সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, আব্দুল মালৈক, মোঃ খলিলুর রহমান ও রাশিদা বেগম।
পরে গ্রামীন ব্যাংক যোনাল অফিস পটুয়াখালীর ম্যানেজার জাহাঙ্গীর আলম এর কাছে উক্ত দাবীতে একটি স্মারক লিপি প্রদান করেন গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পটুয়াখালী ও বরগুনা জেলায় গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত পাঁচ শতাধিক কর্মচারী মানবেতর জীবন কাটাচ্ছে বলে বক্তারা উল্লেখ করে, তাদের দাবী পূরনের জন্য ব্যাংক কর্মকর্তাদের কাছে জোর দাবী জানান।
বাংলা৭১নিউজ/জেএস