বকেয়া বিল আদায় করতে বিশেষ অভিযানে নেমে দীর্ঘদিন ধরে বকেয়া আদায় করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। আবাসিক ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এবার বকেয়া আদায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, শুধু রাজধানীতেই আবাসিকে তিতাসের বিল বকেয়া জমে আছে দেড় হাজার কোটি টাকার বেশি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বকেয়া আছে কয়েক শত কোটি টাকা।
এই বকেয়া বিল আদায় করতেই বিশেষ অভিযানে নামে তিতাস গ্যাস।
তিতাস বলছে, মূলত বারবার নোটিশ দেওয়ার পরেও যারা বিল পরিশোধ করেনি, তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। দুদিনের অভিযানে ছয়টি সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর প্রায় সব এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।
গত সেপ্টেম্বর থেকে বকেয়া আদায়ে বিশেষ অভিযান শুরু হলেও গত ২১ ডিসেম্বর থেকে বকেয়া আদায়ে সরকারি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা চলমান।
তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম জানান, যেসব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে সেসব প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধের জন্য গত ২০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়। তারপরও যারা বকেয়া পরিশোধ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘গত ২১ ডিসেম্বর অভিযান চালানো সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিভাগীয় প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে, সিআইডি অফিস রাজারবাগ, অ্যাডমিন অ্যান্ড ফাইনাল স্পেশাল বা বাংলাদেশ পুলিশ রাজারবাগ, রাষ্ট্রীয় অতিথি ভবন (সুগন্ধা), কম্পাউন্ড হোস্টেল পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনোলজি টিচার্স টেনিং কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট স্টাফ কোয়ার্টার, ফায়ার সার্ভিস স্টাফ কোয়ার্টার, বিএসটিআই, ন্যাম ভিলেজ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আজিমপুর গার্লস স্কুল, সরকারি বাংলা কলেজ, ডেন্টাল কলেজ হাসপাতাল। ‘
তিনি আরো জানান, গত ২২ ডিসেম্বর অভিযান চালানো প্রতিষ্ঠানের মধ্যে ছিল- লি ব্লক ন্যাশনাল ক্যান্সার হাসপাতাল রিচার্স ইউনিট অ্যান্ড হসপিটাল, নার্সেস স্টেশন ন্যাশনাল ক্যান্সার হাসপাতাল, রিচার্স ইউনিট অ্যান্ড হসপিটাল, কিচেন ব্লক ন্যাশনাল ক্যান্সার হাসপাতাল রিচার্স ইউনিট অ্যান্ড হসপিটাল, নাহিদা পাম্পিং স্টেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মানিকনগর স্টাফ কোয়ার্টার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা, পুলিশ হাসপাতাল কিচেন, ডিটেকটিভ ট্রেনিং স্কুল, সাধারণ সম্পাদক অফিসার্স ক্লাব, ঢাকা কলেজ, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ডেন্টাল কলেজ হোটেল, ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব, পরিচালক স্যার সলিমুল্লাহ মেডিক্যাল (হাসপাতাল ক্যান্টিন)।
মো. রশিদুল আলম আরো বলেন, ইতোমধ্যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ছয়টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্নও করা হয়েছে। অনেকে বিল পরিশোধের জন্য এক সপ্তাহ থেকে এক মাসের সময় নিয়েছে। বিকেয়া বিল পরিশোধের পুনরায় সময় দেওয়ার পরও যারা বিল পরিশোধ করতে পারবে না তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/এসএইচ