রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে শিক্ষার্থীরা আলিয়া মাদ্রসা মাঠে অবস্থান নেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোড়, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার, বকশিবাজার অরফানেজ রোড ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। পরে পরিস্থিতে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনবাহিনী ও পুলিশ।
পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে গেছে সেনাবাহিনী (ছবি: মামুন খান)
শিক্ষার্থীদের দাবি, বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও সমাধান হয়নি।
আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ওয়াসিম বলেন, “তিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিলো আজ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করার কথা। প্যান্ডেলও করা হয়।
গতকাল রাতে সিদ্ধান্ত হয় এখানে কোর্ট বসবে। আমরা এখানে কোর্ট বসতে দেব না। আমাদের মাঠ আমরা কাউকে ব্যবহার করতে দেব না। রাত থেকেই আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
বাংলা৭১নিউজ/এসএকে