শানারেই দেবী শানু। লাক্স তারকা হিসেবে পরিচঅয় ছিল। সেই পরিচয়ের বিস্তৃতি ঘটেছে। কবিতার ভই প্রকাশ করে কবি তকমা জুটিয়ে ফেলেন। এরপরে হাত দেন গদ্য রচনায়। গত ক’বছর ধরে লিখছেন উপন্যাস। যার ধারাবাহিকতায় এবারের বইমেলায় শানুর দুটি উপন্যাস এসেছে। ইতি মেঘ বালক ও আমার একটা তুই চাই।
‘ইতি মেঘবালক” উপন্যাসটি মেঘময় একটি ভালোবাসার গল্প। ফেসবুকের নীল ভার্চুয়াল জগতে হঠাৎ পরিচয়ে এক জোড়া অপরিচিত কপোত কপোতীর দুর্নিবার প্রেমের ঘ্রাণে ছুটে চলার গল্প।প্রেমের নাকি নির্দিষ্ট কোন গন্তব্য নেই। এই উপন্যাসের প্রধান দুটি চরিত্র চন্দ্রা ও নীল কোন সে অজানা উদ্দেশ্যে ছুটে চলেছে? পাহাড়ী রাজকন্যা খ্যাত বান্দরবান পাহাড়ে মেঘের মায়াময় জগতে দুজন একে অপরকে আদৌ আবিষ্কার করতে পারবে?
এই উপন্যাসটি আমার কাব্যগ্রন্থ “প্রিয়তম মেঘ” থেকে অনুপ্রাণিত।তাই হৃদয়ের খুব কাছের একটি প্রেমের উপন্যাস। যারা প্রেমিক হৃদয়ের,মেঘ,পাহাড়,প্রকৃতি ভালোবাসেন,তাদের কাছে হয়ত উপন্যাসটি গ্রহণযোগ্যতা পাবে। চন্দ্রা ও নীলের মেঘময় প্রেমে হয়ত নিজেকে খুঁজেও পাবেন।
ইতি মেঘবালক পাওয়া যাচ্ছে বইমেলার তাম্রলিপির প্যাভিলিয়নে ও আমার একটা তুই চাই পাওয়া যায় অন্বেষার প্যাভিলিয়নে। এছাড়াও সকল অনলাইন বুকশপে বই দুটো সহজলভ্য।
বাংলা৭১নিউজ/এএস