বাংলা৭১নিউজ, ঢাকা: অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হল সঙ্গীতশিল্পী কনকচাঁপার স্মৃতিচারণমূলক বই ‘কাটাঘুড়ি’। এবারের বইটিতে জীবনের ফেলে আসা দিনের স্মৃতিচারণ করেছেন তিনি।
অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত এ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান। নতুন বই প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘বইমেলায় গিয়ে মানুষের ভালোবাসা কাছে থেকে অনুভব করেছি। আমি যাদের মোড়ক উন্মোচনে আসতে বলেছিলাম, তারাও এসেছেন। তাদের প্রতি কৃতজ্ঞ।
আর আমার জন্য দীর্ঘসময় একই স্থানে কষ্ট করে দাঁড়িয়ে থেকে আমার স্বামী মইনুল ইসলাম খান আমাকে যে উৎসাহ দিয়েছেন, তাতে তার সঙ্গে জীবনের খেলায় আবারও হেরে গেলাম আমি।’ লেখক হিসেবে কনকচাঁপার আত্মপ্রকাশ ঘটে ২০১০ সালে ‘স্থবির যাযাবর’ বইটি প্রকাশের মধ্য দিয়ে। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ বই দুটি প্রকাশিত হয়।
বাংলা৭১নিউজ/সিএইস