রাজধানীর বংশালে কাহেরটুলি এলাকায় একটি পাঁচ তলা বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে ঘটে এই ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই নারীর ছেলে মশিউর রহমান জানান, আমার মা ভোরে আমাদের বাসার পাঁচ তলার ছাদে যান। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের বাসা বংশাল গাঙ্গুলী লেন কাহেরটুলি এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
বাংলা৭১নিউজ/এসএইচ