রাজধানীর বংশালে মাকসুদা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(২৫ জানুয়ারি) ভোরে বংশাল থানার শিক্ষাটুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বংশাল থানা উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইব্রাহিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর নতুনপাড়া এলাকায়। ইব্রাহিম ও তার স্ত্রী মাকসুদা খাতুন বংশাল থানার শিক্ষাটুলি এলাকার ২৪ নম্বর বাসায় থাকতেন।
বেশ কিছুদিন ধরে ইব্রাহিম তার স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছেন এমন সন্দেহ করতেন। এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল বিকেলে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে স্বামী ইব্রাহিম হাতুড়ি দিয়ে তার স্ত্রী মাকসুদা খাতুনকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ