বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামে ফয়’স লেক সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম – খোকেন দত্ত (৫৫) । তিনি মোটেল-৬ স্বর্ণালী নামের ওই হোটেলে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার সাব-ইন্সপেক্ট মাহবুব মুঠোফোনে বলেন, মোটেল-৬ স্বর্ণালী হোটেলের তিন তলায় ৩১৩ নম্বর রুমে অগ্নিকাণ্ডটি ঘটে। সে সময় খোকেন দত্ত ওই কক্ষে ঘুমাচ্ছিলেন।
তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় বলে জানান এসআই মাহবুব।
মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই হোটেলে উদ্ধার অভিযান চালায়। এসময় খোকন দত্তের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এফএ