চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে মিনি ট্রাকের ধাক্কায় মো. ইমরান ইফতি (২৩) নামে এক ছাত্রলীগ নেতা ও তার বান্ধবী নাহিদা সুলতানা (২১) প্রাণ হারিয়েছেন।নিহতরা দুজনই একই মোটরসাইকেলে আরোহী ছিলেন।
নিহত ইফতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য।
সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে ফ্লাইওভারের মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে পাথরবাহী মিনি ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আশেক সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় রক্তাক্ত দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বগত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ