গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউই, মোজাম্বিক ও মাদাগাস্কারে নিহত ৪০০ ছাড়িয়ে গেছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ঝড়টি আফ্রিকায় প্রথমবার আছড়ে পড়ে, এ সপ্তাহের শুরুতে দ্বিতীয়বার ওই অঞ্চলে ফিরে আসে। খবর রয়টার্স।
সর্বশেষ খবরে জানা যায়, ঝড়টি বিলীন হলেও মালাউইয়ের কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। হ্রদ তীরবর্তী কিছু অঞ্চলে বন্যা বাড়ার পূর্বাভাস দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
মোজাম্বিকের দুর্যোগ সংস্থার মুখপাত্র পাওলো টমাস জানান, এখনো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে আছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, মোজাম্বিকে কমপক্ষে ৫৩ জন এবং মালাউইতে ৩২৬ জন মারা গেছে। এর আগে ঝড়টির প্রথমবার হানায় মাদাগাস্কার ও মোজাম্বিকে ২৭ জনের মতো নিহত হয়।
এখন পর্যন্ত প্রাপ্ত হিসেবে ঝড়ে অন্তত ৭০০ মালাউিই নাগরিক আহত হয়েছে।
ফ্রেডির আঘাতের পর মালাউইয়ের ভয়ংকর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ধ্বংসাবশেষে জলাধার পূর্ণ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় জলবিদ্যুৎকেন্দ্র। গতকাল থেকে বিদ্যুৎ ফিরে আসতে শুরু করেছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ব্লানটায়ারসহ অনেক এলাকায় পানি সংকট দেখা দিয়েছে।
ফ্রেডি উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়া থেকে ভারত মহাসাগরে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শক্তি সঞ্চয় করেছে, যা একটি রেকর্ড। ব্যতিক্রমভাবে দীর্ঘস্থায়ী এ ঝড়ের উৎপত্তি পাঁচ সপ্তাহ আগে। এটি একই এলাকায় বারবার আঘাত করেছে।
বাংলা৭১নিউজ/এসএস