বাংলা৭১নিউজ, ডেস্ক: টুর্নামেন্টের ফুটবল খেলা হবে এমন মাঠসংলগ্ন এলাকায় মদ বিক্রি বন্ধের নির্দিষ্ট শহর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সে চলমান উয়েফা ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটির সরকার এই আহ্বান জানিয়েছে।
মদ নিষিদ্ধের বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুভা বলেন, ফুটবল ম্যাচের দিন এবং এর একদিন আগে থেকেই ম্যাচ অনুষ্ঠানের মাঠসংলগ্ন এলাকায় বিক্রি, পরিবহন ও পান নিষিদ্ধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিষিদ্ধের আওতায় থাকবে জনসমাগম হয় এমন কোনো স্থান, দোকান পাট।
এ ছাড়া এলাকার জ্যেষ্ঠ কর্মকর্তারা চাইলে কোনো পানশালায়ও মদ বিক্রি বন্ধ করে দিতে পারেন।
বার্নার্ড কাজেনুভা বলেন, মার্সেই নগরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষ, সমাজ ও ফুটবল সমর্থকসহ সবার কাছেই এটি অগ্রহণযোগ্য।
ইউরো চ্যম্পিয়নশিপের ফুটবল ম্যাচ ঘিরে শুধু মার্সেই নগরীতেই তিনদিন ধরে সংঘর্ষ চলছে। ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে কয়েকজন আহত হয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছে।
গত শনিবারের ইংল্যান্ড ও রাশিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়টি তদন্ত করছে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা। এমন আরো সংঘর্ষ ঘটলে দুই দলকেই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছে এই সংস্থা।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার লেন্স শহরে অনুষ্ঠেয় ইংল্যান্ডের ম্যাচে আরো ব্রিটিশ পুলিশ পাঠানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য।
বাংলা৭১নিউজ/সিএইস