বাংলা৭১নিউজ,(রংপুর)প্রতিনিধি :রংপুর নগরীর গনেশপুর মহল্লায় বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে সুমাইয়া আখতার মীম নামে একজনের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং অন্য ঘর থেকে জান্নাতুল মাওয়া নামে অপর জনের লাশ উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ ওই জোড়া লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর কারণ জানাতে পারেননি। তারা দু’জনেই স্কুলছাত্রী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর গনেশপুর এলাকার মমিনুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া নবম শ্রেণির ছাত্রী এবং সুমাইয়া আখতার মীম এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা দু’জন চাচাতো জেঠাতো বোন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে সুমাইয়া আখতার মীমকে তার ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ও অন্যদিকে জান্নাতুল মাওয়াকে অন্যঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ট্রিপল নাইনে ফোন করে জানায়। এরপর পুলিশ এসে তাদের দু’বোনের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, জান্নাতুল মাওয়ার গলায় ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কেন কিভাবে তারা আত্মহত্যা করল বা কেউ তাদের হত্যা করেছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
ঘটনার সময় বাবা-মা কুড়িগ্রামের উলিপুরে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহাম্মেদের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ঘটনা উদঘাটন করার চেষ্টা করেন। বিকাল সাড়ে ৪টার দিকে দু’বোনের লাশ রংপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহাম্মেদ সাংবাদিকদের বলেন, আমরা হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি। প্রয়োজনীয় সব আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।
বাংলা৭১নিউজ/আরএম