বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি: ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া থানার মামলা নম্বর-১১। রবিবার (১৪ জুন) রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে মামলটি দায়ের করেন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বলেন, ‘মন্ময় মনির তার ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেছেন। করোনায় মৃত নেতাদের প্রতি ইঙ্গিত করে দেওয়া তার এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। তিনি যে উক্তি ব্যবহার করেছেন এটি মানহানিকর। তিনি জেনেশুনে দলের ও নেতাদের সুনাম নষ্ট করেছেন। তাই এ ঘটনায় বাধ্য হয়ে আমি মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি এজাহার জমা দিয়েছি।’
সাতক্ষীরার কলারোয়া থানার এসআই রাজ কিশোর বলেন, ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন থানায় একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আসামিকে ধরার চেষ্টা করছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এফআর