বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্বক ছবি ও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করার অভিযোগে মোঃ জাকির হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মোঃ রফিক মীর নামের বাউফলের কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের এক ইউপি সদস্য বাদি হয়ে সাইবার ক্রাইম বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। (মামলা নং ৬৩/২০১৮) ট্রাইব্যুনাল থেকে মামলাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
অভিযুক্ত মোঃ জাকির হোসেনের বাবার নাম মৃত সোনামুদ্দিন চৌকিদার। বগা ইউপির রাজনগর গ্রামে তার বাড়ি। তিনি একসময় এলাকায় শিবির কর্মী হিসাবে পরিচিত ছিলেন।
বাউফল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সোমবার সাইবার ক্রাইম বিশেষ ট্রাইব্যুনালের আদেশের কপি তিনি হাতে পেয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, মোঃ জাকির হোসেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদকে নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে বিভিন্ন সময় ফেসবুকে ব্যাঙ্গাত্বক ছবি ও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করে তাদের ভাবমূর্তী ক্ষুন্ন করেছেন।
মামলার এজাহারের সাথে অভিযুক্ত জাকির হোসেনের ফেসবুক আইডি থেকে পোস্টকৃক ছবি ও লেখার স্কীন শর্ট নিয়ে প্রমাণ হিসাবে আদালতে জমা দেয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস