বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় আবদুল্লাহ আল নোমান হিমেল নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে র্যাব-১১।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। আটক হিমেল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বেলায়েত হোসেন মানিকের ছেলে এবং পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে মিথ্যা ও উসকানিমূলক তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়ে আসছেন হিমেল। এর মাধ্যমে গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সামাজিক সম্প্রীতি নষ্ট করছেন তিনি। সবশেষ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন হিমেল। এজন্য তাকে আটক করা হয়।
র্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের এসপি নরেশ চাকমা বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ান হিমেল। এজন্য তাকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন হিমেল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/আইএম