বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

ফেরার প্রথম লড়াইয়ে উজ্জ্বল সৌম্য

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ব্যাটিংয়ে নামার মুহূর্তে সব সময় বাউন্ডারি রোপের সামনে বসে প্রার্থনা করেন সৌম্য সরকার। এরপর মাঠে পা বাড়িয়ে দূর আকাশে তাকিয়ে স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা!

ব্যাটসম্যান সৌম্যর প্রতিটা ইনিংস তার নতুন জীবন। নতুন জীবনের শুরুতে স্রষ্টার প্রার্থনা করতে তার কখনো ভুল হয় না।

আজও এমএ আজিজে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে তাই করলেন। আজ স্রষ্টাও তাকালেন সৌম্যর দিকে।

৯৬ বলে ২ চার ও ২ ছক্কায় সৌম্য ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে করেছেন ৩৩ রান। বাজে বল শাসন করতে ভুল করেননি। পাশাপাশি ভালো বলে দিয়েছেন সম্মান। স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, গ্যারেথ ব্যাটি, জাফর আনসারি, আদিল রশিদ ও মঈন আলীকে দারুণভাবে সামলেছেন সৌম্য। ৯৬ বলের ইনিংসে ডট বল খেলেছেন ৮৪টি।

অফফর্মের কারণে সৌম্য ইংল্যান্ড সিরিজে ওয়ানডে স্কোয়াডে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সৌম্য এখন লড়ছেন নিজের সঙ্গেই। কাল এখানেই দাঁড়িয়ে বলেছিলেন, ‘লড়াইটা আমার নিজের সঙ্গে।’ আজ সে লড়াইয়ে পেলেন পূর্ণতা।

দিন শেষে সৌম্য নিজের ইনিংস নিয়ে বললেন, ‘আজকে পরিকল্পনা ছিল দীর্ঘ সময় ব্যাটিং করব। চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত ক্রিজে থাকতে পারা যায়। আউটফিল্ডটা স্লো ছিল। রানটা ওভাবে নেওয়া যাচ্ছিল না। সব কিছু মিলিয়ে ব্যাটিংটা ভালো ছিল।’

স্পিনার গ্যারেথ ব্যাটি ও জাফর আনসারিকে ক্রিজ থেকে বেরিয়ে এসে মিড ‍উইকেট ও লং অনের মাঝদিয়ে যেভাবে ছক্কা মেরেছেন, তা এক কথায় ছিল চোখ ধাঁধানো। এক সময়ের জন্য মনে হচ্ছিল ‘সৌম্য ইজ ব্যাক।’ ইংল্যান্ডের স্পিনারদের নিয়ে সৌম্যর ভাবনা, ‘একটু মনযোগী হয়ে খেললে অবশ্যই ভালোভাবে খেলা সম্ভব হবে।’

সৌম্যর সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন শাহরিয়ার নাফীসও। শাহরিয়ার আগ্রাসন (৭৯ বলে ৫১) দেখালেও সৌম্য দেখেশুনে খেলেছেন। শাহরিয়ারের ইনিংস নিয়ে সৌম্য বলেছেন, ‘নাফীস ভাই অনেক স্বাভাবিক ব্যাটিং করেছে। তাকে দেখে মনে হয়নি কোনো জড়তা কাজ করছে। উনি মেরিট অনুযায়ী খেলেছেন। ব্যাটিংয়ে সহজ ভাব ছিল; বলগুলোও ভালোভাবে দেখছিলেন। উনি যেভাবে খেলছিলেন আমি চেষ্টা করেছি সেভাবে খেলার।’

ফেরার লড়াইয়ে আরেকটি সুযোগ পাচ্ছেন সৌম্য। কাল থেকে শুরু দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচেও খেলবেন সৌম্য সরকার। বিসিবি দলটির অধিনায়কের দায়িত্বেও থাকবে তিনি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও একই রিদমে ব্যাটিংয়ের পরিকল্পনা বাঁহাতি এই ব্যাটসম্যানের।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com