বাংলা৭১নিউজ, ডেস্ক: রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন চোট থেকে সেরে ওঠা ক্রিস্তিয়ানো রোনালদো।
স্পেনের সফলতম ক্লাবটির অনুশীলন কেন্দ্র ভালদেবেবাসে গত বুধবার অনুশীলন করেন তারকা এই ফরোয়ার্ড।
গত ১০ জুলাই ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনাল ম্যাচ খেলার সময় হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। সেই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতে তার দল পর্তুগাল।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গত রোববার ৩-০ গোলের জয় দিয়ে রিয়ালের লা লিগার অভিযান শুরু করা ম্যাচে খেলেননি রোনালদো। আগামী শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে তার মাঠে ফেরার কথা।
এর আগে বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে তিনি মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকার কথা জানান।
ছোট একটি ভিডিও দিয়ে রোনালদো তার পাশে লেখেন, “ভালো মনে হচ্ছে। শিগগিরই আমি ফিরব।”
গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৮টি ম্যাচ খেলে ৫১ গোল করেন রোনালদো।
বাংলা৭১নিউজ/সিএইস