শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ফেব্রুয়ারির শুরুতেই কুয়াকাটায় পর্যটকের ভিড়

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০ বার পড়া হয়েছে

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত পর্যটকরা। তবে নতুন করে করোনার সংক্রমণ শুরু হওয়ায় এবং সরকারের বিধিনিষেধ আরোপের কারণে জানুয়ারি মাসের শেষের দু’সপ্তাহ তেমন পর্যটক না থাকলেও ফেব্রুয়ারি মাসের প্রথম ছুটিরদিনেই অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়।

শুক্রবার (৪ জানুয়ারি) সৈকতের কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা যায়, পর্যটকরা সমুদ্র তীরে আঁছড়ে পড়া ঢেউয়ে গোসলে মেতেছেন। আবার কেউ পরিবার পরিজন নিয়ে ছাতার নিচে বসে সমুদ্রের রূপ দর্শনে মগ্ন। তবে বার বার পুলিশ মাইকিং করে মাস্ক পরতে বললেও অনেকেরই রয়েছে উদাসীনতা।

পরিবার নিয়ে গোসলে আর আনন্দে মেতেছেন পর্যটক মনি ইয়াসমিন। তিনি জানান, কয়েক বছর পর কুয়াকাটায় আসলাম। এখন রাস্তাঘাট সুন্দর, ভিআইপি হোটেল, পরিবেশটা ভালোই লাগছে। পরিবার নিয়ে হৈ হুল্লড়ে সময় কাটাচ্ছি।

সাইদুর রহমান বলেন, ছোট ছেলেকে নিয়ে কুয়াকাটায় আসলাম। বাচ্চাটা বালু নিয়ে দুষ্টুমি করছে, শীত মৌসুমে মূলত তেমন ঢেউ দেখা যায় না, কিন্তু আজ বেশ অনেক ঢেউ উপভোগ করছি।

কুয়াকাটা বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর  জানান, গত দুই-তিন সপ্তাহে বিশেষ করে শুক্রবারও তেমন পর্যটক পাননি তারা। কিন্তু ফেব্রুয়ারির শুরুতে বেশ পর্যটকের আগমন ঘটছে। আসা করছি পুরো মাসজুড়ে পর্যটক থাকবে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ক্ষতি পুষিয়ে উঠবেন।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার   জানান, পর্যটন মৌসুমের একটি গুরুত্বপূর্ণ মাস হলো ফেব্রুয়ারি। তবে জানুয়ারি মাসেও পর্যটক থাকে। এ বছর করোনা মহামারির কারনে কিছুটা ভাটা পড়েছিল। তবে আজ থেকে সেটা কাটতে শুরু করছে। আমাদের ট্যুর অপারেটরদের কাছেও অনেকগুলো বুকিং রয়েছে। ইতোমধ্যে ফেব্রুয়ারি মাসের কয়েকটি বড় বুকিংও পেয়েছি আমরা।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ  জানান, গত বেশ কয়েকদিন তুলনামূলক কুয়াকাটায় পর্যটক কম ছিল। আজ সৈকতে চোখে পড়ার মতো পর্যটক। তাই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম বিশেষ করে গঙ্গামতি, লেম্বুরবন, ঝাউবনসহ সবগুলো পয়েন্টে কাজ করছে। সঙ্গে সাদা পোশাকেও একটি টিম কাজ করছে। আমরা সার্বক্ষণিক মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং ও সচেতনামূলক প্রচারণা চলমান রাখছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com