বাংলা৭১নিউজ, ফেনী প্রতিনিধি: দন্ডপ্রাপ্ত হওয়ায় ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. অহিদুজ্জামান। একইভাবে অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এই বাতিল আদেশ দেন তিনি। মনোনয়ন বাতিল হওয়া অপর প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মেদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বশির।
এছাড়া ঢাকা-৪ আসনে ৯ জনের বৈধ ও ৬ জনের প্রার্থীতা বাতিল করেছে রিটার্নিং কর্মকতা। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস