অবরোধের সমর্থনে ফেনীতে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় তিন নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার (১২ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে শহরের দাউদপুল থেকে মিছিল নিয়ে একটু সামনে আসলেই পুলিশ পথরোধ করে। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
ফেনী জলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা ও অতর্কিত হামলায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের মিছিলটি দাউদপুল থেকে ৫ মিনিট সামনে আসার পরেই পুলিশ ঘিরে ফেলে।
মিছিল থেকে ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা আরমানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া মারাত্মক আহত হয়েছেন।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ