বাংলা৭১নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনীর উদ্যোগে আজ ফেনী জেলা সদরের ঐতিহাসিক মিজান ময়দানে দ্বিতীয় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ক্বেরাত সম্মেলন বাদ জোহর শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত।
বিশ্ব-বিখ্যাত ক্বারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠবে ফেনীর মিজান ময়দান। বাংলাদেশসহ মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও তানজানিয়ার যে সব ক্বারীগণ ক্বেরাত পরিবেশন করবেন; তারা হলেন-
মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ক্বেরাত বিভাগের ডিন ক্বারী শায়খ সালমান হালিফাভী, ক্বারী শায়খ আব্দুল নাসের হারক, শায়খ রাফাত হোসাইন, তানজানিয়ার ক্বারী শায়খ রেজা আইয়ুব, পাকিস্তানের ক্বারী শায়খ ইবরাহীম কাসী, ক্বারী শায়খ আনয়ারুল হাসান শাহ, ভারতের ক্বারী আবদুর রউফ, ইন্দোনেশিার ক্বারী মুমিন আইনুল মোবারক।
ক্বেরাত সম্মেলন উপলক্ষ্যে ফেনীতে উৎসবের আমেজ বিরাজ করছে। সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এ ক্বেরাত সম্মেলন। এবারও প্রথমবারের মতো বিভিন্ন দেশের আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত শুনে মুগ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে ফেনীবাসী।
এ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশগ্রহণ এবং দুনিয়া ও পরকালের কল্যাণ কামনার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।
বাংলা৭১নিউজ/সিএইস