ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় আবুল হাসান (৬৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় উপজেলার রাধানগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসান স্থানীয় খোলাফায়ে রাশেদীন মহিলা মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরের বাসিন্দা।
শনিবার (১ মে) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল করে আবুল হাসান ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। এসময় রাধানগর সড়কে পৌঁছালে দুর্ঘটনায় পড়েন তিনি। স্থানীয়রা তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেননি।
বাংলা৭১নিউজ/পিকে