বাংলা৭১নিউজ,ফেনী : ফেনীর সোনাগাজীতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে র্শীষ জলদস্যু বাহিনীর কমান্ডার আবুল কালাম ওরফে ভাগিনা কালাম নিহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে সোনাগাজীর পশ্চিম চরদরবশে ইউনিয়নের ইটালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
নিহত কালাম সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবশে ইউনিয়নের ইটালি মার্কেট এলাকার আবুল হাসেমের ছেলে ও স্থানীয় যুবদল নেতা ।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, শুক্রবার রাত ৮ টার দিকে সোনাগাজীর পশ্চিম চরদরবশে ইউনিয়নের ইটালি মার্কেট এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় র্যাব। এ সময় সোনাগাজীর র্শীষ জলদস্যু বাহিনীর কমান্ডার আবুল কালাম ওরফে ভাগিনা কালাম র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি ছুড়লে জলদস্যু কালাম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় পুলিশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক কালামকে মৃত ঘোষণা করে। এ সময় র্যাব বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। নিহত কালামের বিরুদ্ধে সোনাগাজী থানায় ৩০টির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বাংলা৭১নিউজ/এন