বাংলা৭১নিউজ, ফেনী: ফেনী সদর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফয়সাল (২৪) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ও লালপোলের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ সময় নূর হোসেন সেলিম (২৬) নামে অপর এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাস্থল থেকে দুটি শুটারগান, বেশ কয়েক রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন, একটি ট্যাব ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
ফেনী র্যাব-৭ এর পরিচালক শাফায়েত জামিল ফাহিম জানান, সদর উপজেলার লেমুয়া ও লালপোলের মাঝামাঝি এলাকায় একদল ডাকাত একটি প্রাইভেটকারে ডাকাতি করছিল। খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ফয়সালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অপর ডাকাত সদস্য নূর হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস