বাংলা৭১নিউজ,(ফেনী)প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে দুই দল ডাকাতের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়েন নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি ও চার রাউন্ড তাজা গুলি, ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএইচ