বাংলা৭১নিউজ,(ফেনী)প্রতিনিধিঃ করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি দফতর খোলা রাখার বিষয়ে কঠোর নির্দেশনা থাকলেও ফেনীতে বন্ধ রয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ঊধ্বর্তন কর্তৃপক্ষের উদাসীনতায় এক মাসেরও বেশি সময় তালাবদ্ধ রয়েছে শহরের মহিপাল সংলগ্ন এ প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সরকারি দফতরগুলো জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু ব্যতিক্রম ফেনী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। শহরের মহিপাল পেট্রোল পাম্প সংলগ্ন মিয়াজী বাড়ি সড়কের কার্যালয়টি বন্ধ রাখা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এ দফতরের সহকারী পরিচালক নিজাম উদ্দিন। গ্রামের বাড়ি মিরসরাই উপজেলায় হলেও সপরিবারে থাকেন চট্টগ্রাম শহরে। সাধারণ ছুটি ঘোষণার পর তিনি চট্টগ্রামের বাসায় চলে যান। ওই অফিসের হিসাব রক্ষক নুর হোসেন নোয়াখালীতে গ্রামের বাড়ি আর জরিপ কর্মকর্তা আবদুল হামিদ রয়েছেন শহরের নাজির রোডের বাসায়। গত ১৮ এপ্রিল নিজাম উদ্দিন ফেনী এসে কিছুদিন অবস্থান করে ফের চট্টগ্রামে চলে যান।
তবে জনশক্তি কার্যালয় বন্ধ রাখা ও অন্যত্র অবস্থানের বিষয় অস্বীকার করেন সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন। তার দাবি, সুরক্ষার জন্যই তিনি পরিবারের সঙ্গে রয়েছেন। মাঝে মাঝে অফিস খুলছেন।
তবে হিসাব রক্ষক নুর হোসেন ও জরিপ কর্মকর্তা আবদুল হামিদ গত এক মাসের বেশি সময় জনশক্তি অফিস বন্ধ থাকার বিষয়টি অকপটে স্বীকার করেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, কর্মসংস্থান ও জনশক্তি কর্যালয় বন্ধ এমনকি কর্মকর্তাদের কর্মস্থলে না থাকার বিষয়টি তিনি অবগত নন।
জনশক্তি, কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আতাউর রহমান জানান, দাফতরিক কার্যক্রম বন্ধ রাখা ও কর্মস্থল ছেড়ে অন্যত্র অবস্থানেরর কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এফএইচ