বাংলা৭১নিউজ,(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর থেকে রাজধানী ঢাকায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুই পেশাদার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাসী করে শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাঁধন পাম্পের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের এক নৈশকোচ তল্লাসী করে। বাসে থাকা যাত্রী দিনাজপুর কোয়ালী থানার বড়গ্রাম চিলাহাটিপাড়ার মৃত হাসেন আলী শেখের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী নাজমুন্নাহারকে (৩০) আটক করে। এসময় পুলিশ তাদের দেহ তল্লাসী করে নাজমুন্নাহারের শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাঁরা দীর্ঘদিন ধরে ‘ফেন্সিডিল দম্পতি’ হিসেবে ব্যবসা করে আসছিল।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বামী-স্ত্রী পেশাদার মাদক ব্যবসায়ী। শফিকুলের বিরুদ্ধে ঢাকার আদালতে আরও একটি মাদকের মামলা বিচারধীন রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেডএ