বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা মডেল থানা পুলিশ গত রবিবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ডাঃ টিটু মোহন সাহাকে আটক করেছে।
রোববার (১৭ জুন) বিকেলে দেড় লিটার ফেনসিডিলসহ চিকিৎসক টিটু মোহন সাহাকে আটক করে পুলিশ। চিকিৎসক টিটু জেলা শহরের মালনী এলাকার কৃষ্ণমোহন সাহার ছেলে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান জানান, জেলা শহরের মালনী রোড এলাকার ব্যবসায়ী কৃষ্ণমোহন সাহার ছেলে ডাঃ টিটু মোহন সাহা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে মাদক সেবনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠতে থাকে।
নেত্রকোনা জেলা শহরের কো-অপারেটিভ ব্যাংক এলাকার যুবদল নেতা ভূট্টো হত্যাকান্ডের আসামী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত রবিবার দুপুরে রাজুর বাজার থেকে ফেনসিডিলসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস