বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে ২৬ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছেন থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হরেকৃষ্টপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, হরেকৃষ্টপুর গ্রামের আজিজার রহমানের ছেলে আনিছুর (৩৬) ও মতিয়ার রহমানের ছেলে মোক্তারুল (৩৮)। এদের মধ্যে আনিছুর উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউপি সদস্য বলে জানিয়েছে থানা পুলিশ।
হাকিমপুর থানা ওসি আব্দুল হাকিম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে উপজেলার হরেকৃষ্টপুর গ্রামের বটতলা থেকে তাদের ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস