বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় সিজারিয়ান অপারেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম।
পরে কুড়িগ্রাম সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ মাহবুবা আক্তার কণা উপজেলার কবিরমামুদ গ্রামের মশিউর রহমানের স্ত্রী প্রসূতি আইরীন আক্তারের (২২) সিজার অপারেশন করেন।একটি পুত্র সন্তান জন্ম নিলে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবজাতকের কান্না,চিকিৎসক,নার্স,কর্মকর্তা কর্মচারী ও প্রসূতির স্বজনদের হাসিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।
শিশুটির দাদা আব্দুল লতিফ শিশুর নাম রাখেন মোঃ ইমামুল হাসান। অপারেশনের সময় সেখানে ডেপুটি সিভিল সার্জন ডাঃ রোজিনা বেগম,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ্দাম হোসেন,স্থানীয় সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস