বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মুল্যের ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে।
সোমবার জব্দকৃত প্রসাধন সামগ্রী জয়মনিরহাট কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার শিমুলবাড়ী সীমান্তের ৯৩৭ নম্বর পিলারের ১ নম্বর সাব পিলার হতে ৭শ গজ বাংলাদেশের ভিতরে টেপরির বাজার এলাকা থেকে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি’র সদস্যরা এ বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী জব্দ করেন। এ সময় প্রসাধন সামগ্রী বহনকারী একটি অটোবাইকও জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রী গুলোর মধ্যে ভারতীয় বিভিন্ন কোম্পানীর সুগন্ধি তেল,ফেস ওয়াস,ট্যালকম পাউডার,সাবান,স্কীন ক্রিম ও ব্যাথা নাশক মলম রয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি’র শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-ই-আলম জানান, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অটোবাইক চালক ও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায কাউকে আটক করা সম্ভব হয়নি
বাংলা৭১নিউজ/জেএস