বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী ও ঔষধ জব্দ করেছে। জব্দকৃত প্রসাধনী ও ঔষধ গুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় ওই সীমান্তের ৯৪৭ নম্বর আন্তজার্তিক সীমানা পিলারের ৪নং সাব পিলারের পাশে অবস্থান নেন অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা। এ সময় একদল চোরকারবারী ভারত থেকে বস্তা ভর্তি প্রসাধন সামগ্রী ও ঔষধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি’র ধাওয়ায় ৩ বস্তা প্রসাধনী ও ঔষধ ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি’র সদস্যরা ওই প্রসাধনী ও ঔষধ গুলো জব্দ করে ক্যাম্পের নিয়ে আসে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম জানান, জব্দকৃত প্রসাধনী ও ঔষধ গুলো জয়মনিরহাট কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস