বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল ও ২ টি ভারতীয় গরু আটক করেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার নন্দিরকুটি সীমান্তের ৯৩৭ নম্বর পিলারের ৬ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে চোরাকারবারীরা অভিনব কায়দায় প্লাস্টিকের পাইপের ভিতর ফেনসিডিল ঢুকিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ধাওয়া করে। বিজিবি’র ধাওয়ায় পাইপ ফেলে পালিয়ে যায় চোরকারবারীরা ।
পরে পাইপের ভিতর থেকে ১০৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। অন্যদিকে দুপুর ২টার দিকে বালারহাট ক্যাম্পের বিজিবি’র সদস্যরা বালাতারী সীমান্তের ৯৩৫ নম্বর পিলার হতে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে মালিক বিহীন অবস্থায় ২ টি ভারতীয় গরু আটক করেছে। গরু ২টির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস