বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনু-প্রবেশের দায়ে দুই বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার রাত সাড়ে ৮টায় গোড়কমন্ডপ সীমান্তে এ ঘটনা ঘটে । গোড়কমন্ডপ ক্যাম্পের হাবিলদার বিশ্বনাথ রায় জানান, ওই সীমান্তের ৯৩০ নং মেইন পিলারের ৫নং সাব পিলারের পাশ দিয়ে ভারতীয় ভুখন্ডে প্রবেশ করে ওই দুই যুবক। পরে ফেরত আসার পথে বাংলাদেশী নোম্যান্স ল্যান্ড এলাকায় তাদেরকে আটক করা হয়।
আটক যুবকরা হলেন- রংপুর জেলার কোতয়ালী থানার জুম্মাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল হাকীম (৩২) ও একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ইমন আলী (২৮)।
এ সময় তাদের ব্যবহৃত দুইটি মোটর সাইকেল জব্দ করা হয় ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক আসামীদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস