বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে এক কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটর সাইকেল উদ্ধার করে পলিশ।
আটককৃতরা হলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা মুছল্লিপাড়া গ্রামের সিদ্দিকের ছেলে শাকিল মিয়া(২২), কলেজ পাড়া গ্রামের মৃত খালেকের ছেলে রিয়াজুল হক লিমন(১৯), উত্তর চন্দ্রখানা গ্রামের গফুরের ছেলে এনামুল হক(৩৩), রাবাইতারী গ্রামের নুর ইসলামের ছেলে শফিকুল হক(৩৫), লালমনিরহাট কালিবাড়ী গ্রামের বাবুলের ছেলে বোরহান উদ্দিন বাপ্পী (২৬)।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফুয়াদ রুহানী জানান, আটক মাদক ব্যবসায়ীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস