বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে এএস আই আনোয়ারুল হক ও এএস আই নাজমুল হক তাদের গ্রেপ্তার করে।
সাজা প্রাপ্ত ১ জন, ২ শত গ্রাম গাঁজা সহ ২ জন, বালারহাট বিজিবি ভারতীয় মোবাইল সীম সহ ১ জন, মোট চার জনকে আটক করে।
মাদক মামলার এক বছরের সাজা প্রাপ্ত আসামী হলেন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত আব্দুল হাকীমের ছেলে তৈয়ব আলী (৫৫), পাবনা জেলার ইশ্বরদী রুপপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জালাল উদ্দিন (৩৮), একই জেলার আওতা পাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে জিয়াউল হক (৩৪), নাওডাঙ্গা ইউনিয়নের খালিশা কোটাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২০)।
এ ব্যাপারে ফুলবাড়ী অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানী জানান, আটক আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস