বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জন আটক হয়েছে। রবিবার সকালে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাড়ে ৭ কেজি গাঁজাসহ নাওডাঙ্গা খালিশা কোটাল গ্রামের নন্টু খন্দকারের ছেলে সজিব খন্দকার(১৯), মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের মৃত আবুবক্কর মিয়ার ছেলে মিজানুর রহমান(৪৩) ও কাশিপুর ইউনিয়নের ধর্মপুর আজোয়াটারী গ্রামের মেহের জামালের ছেলে আব্দুল আজিজ(৩২),মাদকসেবী সন্দেহে আটক ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মোক্তার আলীর ছেলে হারুন(২৫), রংপুর জেলার সদর উপজেলার গোমস্তাপাড়া এলাকার মৃত কাইয়ুমের ছেলে হাবিবুর সোহেল(৩৮),একই উপজেলার আনসার মোড় এলাকার ওয়াহেদ আলীর ছেলে মোরশেদ আলী(৩০) ও পৃর্ব খলেয়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে রাকিব উদ্দিন(৩২)।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস