বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী ও সেবনকারী সহ মোট ১০ জন আটক হয়েছে।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে হাবিবুর রহমান এলিট (৪৪), পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ এর ছেলে জয়ন্ত নাথ (২৫),পশ্চিম পানিমাছকুটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশরাফুল হক (২৭), আজোয়াটারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (৩৫), পশ্চিম ফুলমতি গ্রামের মৃত আনোয়ারের ছেলে আজিজুল হক (৩৮), চরগোরক মন্ডল গ্রামের মৃত কানু শেখের ছেলে নুর মোহাম্মদ (৬৫), পশ্চিম ফুলমতি গ্রামের খোকা চন্দ্রের ছেলে পুর্ণা চন্দ্র (৪৫), সোনাইকাজী গ্রামের মৃত কান্দুরা মামুদের ছেলে বাবুল মিয়া (৪০), জেলার নাগেশ্বরী উপজেলার গজ্জাগাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে আনোয়ার হোসেন (৩৯) এবং উলিপুর উপজেলার দূর্গাপুর দালালীটারী গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজ্জাকুল(৩২)। এসময় পুলিশ ৬ কেজি গাঁজা ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস