বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারী ও ওয়ারেন্ট ভুক্ত সহ ৫ জন আটক হয়েছে। মঙ্গলবার ও বুধবার সারা দিন রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে এমদাদুল(৩০) ও নাগেশ্বরী উপজেলার পঞ্চায়েত টারী এলাকার জব্বারের ছেলে শাহিন(৩০), গোরকমন্ডল গ্রামের সায়েদ আলীর ছেলে দুলাল(২৫), বোয়ালভীর গ্রামের মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে কার্ত্তিক(৩২), ভাঙ্গামোড় গ্রামের মৃত আনছার আলীর ছেলে বাবলু মিয়া(৩৩)। এ সময় দুলাল মিয়ার কাছে ৫শত গ্রাম ও কার্ত্তিক বিশ্বাসের কাছ থেকে আড়াই শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এ এসআই রকিব জানান আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস