বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

ফুলবাড়ীতে মাদকসহ আটক ৫

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশ, থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় ২০ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে আটকদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশের এসআই শাহরিয়ারের নেতৃত্বে একটি দল উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মাদক ব্যবসায়ী আহাম্মদ আলীর বাড়ীতে অভিযান চালান। এ সময় তারা ঘরের ভিতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে আহাম্মদ আলী (৪৮) ও তার বড়ভাই আকবর আলী (৫০) কে আটক করেন। আটক আহাম্মদ ও আকবর ওই গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে। একই রাতে ফুলবাড়ী থানার এসআই তাজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কবিরমামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ১ মাদক ব্যবসায়ীকে ধাওয়া করেন।
পুলিশ দেখে সাড়ে ১১ কেজি ওজনের গাঁজার পোটলা ফেলে পালিয়ে যায় ওই মাদক চোরাকারবারী। পরে উদ্ধারকৃত গাঁজা থানায় এনে পলাতক আসামী উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে পুতুল চন্দ্রের (২৫) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ মামলা দায়ের করে। অন্যদিকে বুধবার রাতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালান।
এসময় তারা ৫শ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন । আটকরা হলেন, অনন্তপুর গ্রামের মৃতআজাহার আলীর ছেলে এরশাদ আলী(৩৫) জেলার নাগেশ্বরী উপজেলা বিদ্যুৎ পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নুর আলম(৩৫) এবং বংপুর কোতয়ালী থানার নাছরিয়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে আতিকুর রহমান (৩০)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, এসব ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com