বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে আশরাফুল আলম (৩৩) নামের এক মৃগী রোগী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এলাকাবাসী ও স্বজনরা বাড়ীর পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন । নিহত আশরাফুল উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
জানা গেছে,বুধবার দুপুরে এলাকার অনেকেই আশরাফুলকে বাড়ীর পার্শ্ববর্তী একটি ডোবায় মধ্যে মাছ ধরতে দেখেন । কিছুক্ষন পরে ওই পথে যাতায়তকারী স্কুলের শিক্ষার্থীরা ডোবার পানিতে লাশ ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ও স্বজনরা এসে আশরাফুলের মরদেহ উদ্ধার করেন। পরিবারের সদস্য ও এলাকাবাসীর ধারনা,মাছ ধরার এক পর্যায়ে আকস্মিক ভাবে মৃগী রোগ শুরু হওয়ায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার এসআই হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস