বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৪টি ‘ছ’ মিল ও ১টি দোকানের মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীত্র সিংহ, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও কে সাথে নিয়ে উপজেলা সদরের আজিজুল মনিহারী স্টোরের ১ হাজার টাকা, ভাই ভাই ছ-মিল, সিনরিয়া ছ-মিল, রেজাউলের ছ-মিল ও আনোয়ারের ছ-মিলের প্রত্যেকের ৮ হাজার করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস