বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি’র উদ্যোগে শনিবার সকাল ১১টায় ৫শতাধিক নেতাকর্মীর একটি র্যালি আদম মার্কেট এলাকা থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কাচারীমাঠ বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলার বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুবদল নেতা শরিফুল ইসলাম বকুল, ছাত্র দলের সভাপতি মাহফুজার রহমান মাসুম, ছাত্র নেতা ইয়াছিন আলী, অপূর্ব সেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস