বাংলা৭১নিউজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) অভিযান চালিয়ে ২২৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
বুধবার রাত ৮ টার দিকে শিমুলবাড়ী ক্যাম্পের সুবেদার নুর-ই-আলমের নির্দেশনায় হাবিলদার শাহাজাহান সহ বিজিবি’র সদস্যরা উপজেলার নন্দিরকুটি সীমান্তের ৯৩৭ নম্বর পিলারের ৮ নম্বর সাব পিলারের নিকট থেকে ওই বিপুল পরিমান ফেন্সিডিল জব্দ করেন। এ সময় বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারীরা ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা ফেন্সিডিল গুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মুল্য প্রায় ১ লাখ টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস