বাংলা৭১নিউজ,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ সেবা সপ্তাহ/১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকাল সাড়ে চারটায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর শুরুতে ফুলবাড়ী থানা চত্বর থেকে পুলিশ সদস্যদের র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে তিনকোনা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী, অফিসার ইনচার্জ (তদন্ত) রাজন কুমার পাল, উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, মহুবর রহমান, গোলজার হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/এসই