বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে নিপা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চন্দ্রখানা চৌধুরীটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিপা ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং চন্দ্রখানা চৌধুরীটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী জানান, খেলার সাথীদের সাথে বাড়ী পাশের পুকুরে গোসল করতে যায় নিপা । এক পর্যায়ে সকলের অজান্তে পুকুরের গভীর পানিতে ডুবে যায় সে। সাথীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন পুকুরে নেমে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস