বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ী ভিটার জমি নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আব্দুল গাফফারের সাথে প্রতিবেশি আব্দুল মজিদের বাড়ী ভিটার ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি।
সোমবার দুপুরে আব্দুল মজিদ লোকজন নিয়ে ওই জমিতে অবস্থিত বাড়ীর দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে-গাফফার (৩০) বদরুজ্জামান(৪৫)আদরী(৩৫) আব্দুল মজিদ(৬০) নুর ইসলাম(২৫) নুর নবী(২২) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গাফফার ও বদরুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস