বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় জমি সংক্রান্ত এক রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ছিটমহলের ছোট কামাত গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতেক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, ওই গ্রামের নুরল ইসলামের ছেলে আশরাফুল আলমের সাথে প্রতিবেশি বদরুজ্জামানের ছেলে বুলবুল আহম্মেদের সাড়ে ২১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আশরাফুল ব্যবসায়ীক কাজে নাগেশ্বরী যাওয়ার জন্য বের হয়ে বুলবুলের বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পুর্বশত্রুতা বশত বুলবুলের লোকজন আশরাফুলকে আক্রমন করে।
খবর পেয়ে আশরাফুলের পরিবারের লোকজনও ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে আশরাফুল(৩২), শারমিন বেগম(২৫), আমজাদ হোসেন(৩২), জাকির হোসেন(৩২), মোর্শেদা বেগম(২৮), শাহনাজ পারভীন(১৪), বুলবুল(৩৫), আমিরুল(৩৩), মনতোশ(২৮), সোনা মিয়া(৩৪), আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শারমিন ও শাহনাজের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, সংঘর্ষের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস